পড়তে বসে হঠাৎ দেখি
আজবরকম ভূত!
ভয় দেখাবে নাকি সেও
ফেরেশ্তাদের দূত?

ঘুটঘুটে ওই কালো রাতে
পালক গায়ে মুখে,
সাদা সেসব শরীরখানা
রইছে যেন রুখে।

হেলেদুলে আমায় যেনো
দিচ্ছে কেমন ভয়,
কাঁপছে দু'পা-দাঁত-কলিজা
পুরো শরীরময়।

এসব ভেবে ভূত মনে হয়
আমায় দিলো পুশ,
ভূত না সেটা, মা এসেছে
ফিরলো যেন হুশ।

আজব ব্যাপার! ভূত তখনো
খাচ্ছে কেমন দোল,
মা গিয়ে তা দেখলো সেটা
চিংড়ী পোনার সোল।