আমার মনে বিরাজ করে
অনেক কথা রোজ,
আব্বু-আম্মু নেয়না মোটে
একটু আমার খোঁজ।

অফিস ছেড়ে আব্বু আসেন
অনেক রাতে বাড়ি,
ফোনটা কানে তখন তিনি
বসেন তাড়াতাড়ি।

একটু পরে ফোনটা রাখে
ফুরিয়ে গেলে চার্জ,
আমাকে আর নেয়না কোলে
কত রকম কাজ!

আম্মুটাও ফোনের সাথে
কত্ত রকম ভাব,
উঠবো কোলে বায়না ধরে
হয়নি কোন লাভ।

মিষ্টি হাতে মুখেই তুলে
দেয়না দুটো ভাত,
কিন্তু হঠাৎ চার্জ ফুরালে
ফোনেতে দেয় তাঁত।

আব্বু-আম্মু দুজন চালায়
অনেক দামী ফোন,
আদর বিনে ভাঙ্গে আমার
ছোট্ট হৃদয় কোন।