সারাটাবাড়ি ছুটেই ছুটে
করেযে ঘিন ঘিন,
পুতুল বিয়ে খেলনা নিয়ে
কাটে খুকুর দিন।

সকাল ভোরে মক্তবে যায়
এসেই করে খেলা,
দুপুর এলেও হাতে কতো
কাজ রয়েছে মেলা।

পাড়ার যতই ছেলেমেয়ে
খুুকুর সাথে খেলে,
সাজায় বাড়ি টুকরো ঘরে
মনের মতো ঢেলে।

কাদার খেলা, ধুলোর খেলা
ঘরের খেলা আছে,
কিনবা নাকি সেসব খেলা
এইযে খুকুর কাছে।

কি মজারে! খুকুর খেলায়
সারাটাদিন খেলে,
দিন কেটে যায় এমনি করে
সবকিছুতো ফেলে।