শিকার ধরে চার পা তুলে
দেয়াল ঘষে ঘষে,
খুটিতে এক লাগলো আঘাত
লেজ গেলো তার খসে।

লেজছাড়া খুব বেঢপ দেখায়
তেলাপোকাও পাখনা ঠেকায়
আর আসেনা পাশে,
গুড়ো মশা, মাকড়শারা
দূরে থেকে হাসে।

বিপদকালে সবাই তো পর
কেউ কারো না খোঁজে,
সত্য এসব, লেজ হারানো-
টিকটিকি তাই বোঝে!