মা আমাদের মাতৃভূমি
মা আমাদের মাটি,
মা আমার ই প্রাণের আবেশ
শীতল পরিপাটি।

মা আমাদের জন্মভূমির
মিষ্ট স্বাদের ফল,
মাকে কাছে পেলে আমার
বাড়ে বুকেই বল।

মা আমাদের কষ্টে পাওয়া
রক্তের শিহরন,
মাকে কাছে পেলে আমার
কাটে ভালো ক্ষণ।

মা আমাকে আগলে রাখেন
মায়ার আঁচল তলে,
আমার মায়ের সাথে কথা
এমন করে চলে।

আমার মায়ের অবাধ হাসির
মধ্যে কত কথা,
বুকের মাঝে মাকে রেখে
পেলাম স্বাধীনতা।