এদেশ মাঝে অস্তিত্ব এই
করতেছি আন্দাজ,
চারদিকে ওই শব্দ ওঠে
ছাব্বিশ তারিখ মার্চ।

আমরা আজো বীরের জাতি
বীর আমাদের শির,
আমরা পারি করতে যে জয়
সব করে চৌচির।

জীবন যেথায় পায় রে খুঁজে
সত্যিকারের মান,
এ দেশ আমার জন্মভূমি
অপূর্ব সম্মান।

এ মাস জুড়ে স্মৃতির মিনার
শিশির ভেজায় ঘাস,
এ মাসে তাই গড়েই ছিলো
বিশ্ব ইতিহাস।