পিছে পিছে মৌমাছি সব
একটুও নেই ফাঁক,
রসে রসে রস টলমল
ভর্তি মধুর চাক।

দলে দলে দলছে মাছি
জিরোয় পেলে বাঁক,
ঠোটে মধু ফুলের বধু
বানায় মধুর চাক।

একসাথে সব থাকে তারা
ঝাঁকে ঝাঁকে ঝাঁক,
বাড়ায় মধুর যাদুর ছোঁয়া
হয় তা মধুর চাক।