পেয়ারা ডালে কাঠবিড়ালী
বাদুড় দোলে গাছে,
উঠোনজুড়ে চড়ুই পাখি
কেমন করে নাচে।


চরছে নিচে মুরগী ছানা
আকাশ জুড়ে চিল,
বন-বনানী খেলিয়ে পাতা
উদম করে বিল।


আকাশ ছাড়ে বৃষ্টি বাদল
মুক্তা ঝরে ঘাসে,
ভোরের আলো পূবের কোনে
ঝলমলিয়ে আসে।


ফিঙের লেজে লম্বা পালক
বাচ্চা বিনে কাঁদে,
কোকিল স্বরের ছন্দ বাজে
জোসনা ভরা চাঁদে।


শেয়াল ডাকে রাতের বেলা
মনটা ওঠে দুলে,
মধুপোকার নাচের খেলা
কলমীলতা ফুলে।