রিংটোন গান শুনি
গুনগুন গান,
পোড়া,কালো,ধলা মশা
লহু করে পান।


মিঠা লাগে তাজা লাল
টকটকে রক্ত,
জন্মটা পঁচা ডোবা
খেয়ে হয় শক্ত।


রাতে দিন ঘ্যান ঘ্যান
ডাকে তার পাখনা
খুজে ফেরে তাজা প্রাণ
মশারীর ঢাকনা।


বাগে পেলে দেয় ঠুকে
সৌখিন হুলটা,
তরতর গিলে খায়
মগজের মূলটা।


শুরু থেকে পায় শুধু
মানুষের গন্ধ,
হন্যে হয়ে ঘোরে
ঠিক যেন অন্ধ।