গাইছে পাখি সুর মিলিয়ে
বাসায় পেড়ে ডিম,
মাঠেই তা দেয় সারি বেঁধে
হাট্টিমা টিম টিম,


শিং উঠিয়ে তেড়েই আসে
পাগলা বুনো ষাঢ়,
শিমুল ডালে হুতোম পেঁচা
ফুলিয়ে রাখে ঘাড়।


মাছের লোভে পানির পাশে
তাকিয়ে থাকে বক,
ঘুরতে থাকে মানুষ মাঝে
নানান রকম ঠক।


জিভ কুকুরে বাইরে এনে
লালিয়ে ডাকে ঘেউ,
বিড়াল ছোটে ইদুর পিছে
পোষ মানালে কেউ।


পড়ায় হেলা করলে যেন
বেত উঠাবে স্যার,
দুষ্টুমি বাদ দিয়ে সবাই
পড়তে একাকার।