মক্কার গাছে গাছে
পাখি খায় দোল,
এলো কে ঝলমলে
আমিনার কোল।


নাচে শিশু কচি পাতা
খুশি চারিদিক,
সরে গেল কালো মেঘ
সাদা চিকচিক।
বোবা পাখি কথা বলে
সুমধুর বোল।


ঢেউগুলো চিরে আসে
সাগরের তীর,
পাখিগুলো পেল আজ
নিজেদের নীড়।
সবকিছু মহাখুশি
খেলে গোল গোল।


হরিণের দলগুলো
কেনো মাতোয়ারা,
পশুপাখি ফেলে দিল
বনে বনে সাড়া।
হানাহানি দ্বন্দ্বটার
উবে গেছে খোল।