শরৎ শেষে ঘাসের দেশে
হালকা শিশির জমে,
আকাশ বেয়ে মেঘলা মেয়ে
কেমন যে থমথমে।


কেবল আসে বুকের কাছে
উত্তর অয়ন বায়ু,
হলদে ছাতা গাছের পাতা
কমছে হঠাৎ আয়ু।


চাষীর হাসি ধানের রাশি
উঠোন ভরা সোনা,
নতুন ধানে হাজার গানে
সুখের আনাগোনা।


যে যাই বলো জলদি চলো
মিলন সবার হবে,
রসের পিঠা কতই মিঠা
নবান্ন উৎসবে।