আমি হলাম দেশের সেরা
আমার মতো কেবা,
কতো মানুষ আমারে দেখ
করছে শুধু সেবা।

আমার আছে বিরাট দামী
চায়না মোটর বাইক,
আমার মামা ঢাকায় থাকে
সবাই করে লাইক।

আমার দাদা ছিলো অনেক-
মাপের জমিদারী,
চশমা কালো চোখ ঢেঁকেছি
নাতি হলাম তারই।

আমার আমি নিজেই বড়
তাইতো তোরে ঠকাই,
তুইতো মানুষ ছোট্ট ঘরে
ক্ষুদ-কাপড়ী লকাই।

আমার বাপের আছে আছে
অনেক জমিজমা,
আমার সাথে তাইতো তোরা
ভাবটা একটু কমা।

-এমন মতের সেই ছেলেটি
ছিলো অহংকারী,
চলতো বাইক শত স্পীড
দেখতো পথচারী।

ঘটলো বিপদ বাসের সাথে
ঘুচলো অহংকার,
অহংকারের শাস্তি এমন
কেউ পাবেনা পার।