পারছি না আর থাকতে সয়ে
ভরছে ধরা বিষে,
কালো ধোঁয়া আসছে ধেয়ে
নারকেল পাতার শীষে।


গাছের পাতায় সবুজ চাদর
কাড়েনা সেই পূর্বের আদর
শ্রাবণ ঝরায় পূর্ণ ভাদর
আগের নিয়ম কই,
শীতের দিনে ছাড়ছিনা ঘর
আকাশ ফাটায় টর্নেডো ঝড়
প্রকৃতিটা করছে যে পর
কেমনে টিকে রই!


গরম দিনে চরম সাজা
হঠাৎ ঝড়ে নেইতো তাজা
নামায রোজা শুধুই কাযা
কষ্ট গেছে বেড়ে,
দাম উঠেছে পণ্য মালে
ভেজাল ভরা সমান তালে
রোগীরা সব আটকা জালে
সুখটা গেছে ছেড়ে।


বছর বছর জলোচ্ছাসে
ডুবছে আমার দেশ,
ভূমিকম্পে হচ্ছে মানুষ
হঠাৎ ই নিঃশেষ।