আদর করে খোকার গালে
আস্তে দিলাম ছোয়া,
চোখের জলে ফোয়ারা নামে
তুলসীপাতা ধোয়া।


তাও বোঝে না মাও বোঝে না
ছোট্ট অবুঝ খোকা,
সাতবাড়ি লোক এক হয়েছে
কেউ হয়েছে বোকা।


দোলনা দোলে খেলনা কোলে
ঘুরায় শুধু মাথা,
আদর দিলাম বুকে নিলাম
কান্না থামায় না তা।


একটু পরে বাজলো বাঁশি
শুনতে পেল কানে,
হাসির রেখা উঠলো মুখে
কেমন হলো মানে!