পাহাড়ে ওঠা বেশ লসজনক
উঠতে উঠতে একেবারে চূড়োয়...
নামতে বড় মুশকিল!


একবার পাহাড়ে উঠতেই হাত ফস্কে যাচ্ছিলো!
পায়ের তলায় শিরশির করে কয়েক ধাপ নিচে পড়ে গেলাম
আগের ধাপে থাকা বন্ধুকে আঁকড়ে ধরতেই...
আরও ঠেলে দিলো নীচে...
গড়িয়ে গড়িয়ে গড়িয়ে...


তারপর-
কতবার উঠতে গিয়েছি!


যখন কারো অজান্তে পাহাড় চূড়োয় উঠে গেছি-
মুঠোমুঠো স্বপ্নের দেয়াল এঁকেছি,
তখন পাখির ছেঁড়া পালক নেমে এলো মাটিতে।
জানাজানি হয়ে গেলো- আমি চূড়োয়!
নামানো হলো আমাকে- বিব্রত বধির করে।


পালকছেঁড়া বিধ্বস্ত পর্বত হলো মন, উটের লস নিয়ে পড়ে আছি মাটিতে
পাহাড়ে উঠবো উঠবো করে লসের ভয়ে
আর হয়ে ওঠে না!