অন্ধকারে রাতের পাখি
চুপটি মেরে থাকে,
ভোরের আলো ফোটার আগে
কিচিরমিচির ডাকে।

দোয়েল নাচে এডাল ওডাল
কোয়েল থাকে কুঁজে,
সব পাখিরা ঘুমায় আবার
চোখ দু'খানা বুজে।

শীত-গ্রীষ্ম-বর্ষা আসে
পাখির পিঠে চড়ে,
পাখির ভাষা বাতাস হয়ে
ডানায় ডানায় ওড়ে।

পাখি আছে সবার কাছে
নয়তো পাখি দূরে,
পাখি আছে বুকে সবার
ঠিক যে হৃদয়পুরে।

পাখনা মেলে চলে পাখি
হাওয়ায় ভেসে ভেসে,
পাখির গানে সূ্র্য ওঠে
সোনার বাংলাদেশে।