বক সাদা ফিকফিকে
ঢাকা থাকে পালকে,
কাক কালো করে দিছে
আহা কোন চালকে।


কবুতর খালি পায়
কারো পায়ে পাখনা,
টিয়া পাখি ঠোট যেন
ছোট ছোট ঢাকনা।


লাল নীল আছে পাখি
দেখে বেশ চোখ'রা,
ঝুঁটি মাথা কাটে গাছ
নীল কাঠঠোকরা।


ফিঙে কালো কোকিলের
বাসা যেন হয়না,
মনে খুশি এনে দেয়
কথা বলা ময়না।


ছোট পাখি ডানা ছোট
ঢাকা নীল সবুজে,
উটপাখি হাঁটে বেশ
ডানাছাড়া তবু যে।


শত শত পাখি রঙ
যায় বলো গোণা কি!
রাতে আলো পাখি আছে
ঝিকিমিকি জোনাকি।