কাক আর শকুনেতে
শুধু গোলমাল,
প্রতিদিন বাঁধে যেন
এই গোলতাল।


-পাশে থাকি মানুষের
বলে দেয় কাক,
বিপদের আগে দেই
সুমধুর ডাক।


-আমি সেরা পাখিদের
তুই বেটা টাক,
মরা-পঁচা গরু খাস!
শকুনের ঝাঁক।


-তুই বেটা দজ্জাল
কুচকুচে কাক,
আগে তোর বড় গলা
কালি দিয়ে ঢাঁক।


চোর তুই মগ,বাটি
মানুষের থাল,
তোর মতো শুনিনাতো
এতো গালাগাল!


আমি ভালো তোর চেয়ে
খুব বেশী-কম,
ঠোকাঠুকি দুটি পাখি
চলে হরদম।


মিটে যায় দোয়েলের
কিছু কথা ছড়ি,
এইভাবে আমরা তো
পরিবেশ গড়ি।