আপন পোষা পাখি বলে
দিন কাটে তার বেশ,
সকাল-দুপুর-সন্ধ্যা যে যায়
থেকে তারই রেশ।

দিনটি ভালো কাটে, খুকুর
থাকলে পাশে মিতু,
এই কারণে খুকু পাখির
পাশেতে হয় থিতু।

বলনা মিতু নামটি আমার
লম্বা তোরই ঠোঁটে,
তবু সেতো কয়না কথা
তারই সাথে মোটে।

তবুও বেশ শান্তি লাগে
শিখেছে সে শিষ,
নামটি যদি বলতো, মিতু
লাগতো কেমন,ইস!

আম্মু, আম্মু এসো এসো
নাম ধরে কে ডাকে,
তাইতো! এযে পোষা মিতু
ডাকছে যেন কাকে!

খুকুর নামে ডাকছে পাখি
কি যে মধুর বোল,
এখন থেকে খুকুর মিতু
করছে কলরোল।