উভচরে পানি-ডাঙায়
ইচ্ছেমত চরে,
সাপ-ব্যাঙেরা চলাফেরা
সবখানেতে করে।


পক্ষীকুলের চাল-চলাচল
খেলিয়ে দিয়ে ডানা,
আকাশ নীলে যায় হারিয়ে
নেইতো ওদের মানা।


নামকরা খুব স্তন্যপায়ী
তীক্ষ্ণ তাদের ঘ্রাণ,
বাঁচ্চা লালনপালন  করে
আছে বলেই প্রাণ।


বুকের ভরে পথ পাড়ি দেয়
কচ্ছপ,কেঁচো,সাপে,
সরীসৃপ এ প্রাণী থাকে
অনেকখানি চাঁপে।


নাম না জানা প্রাণী আছে
পৃথিবীতে মিশে,
সবকিছুতে এতোই মিলন
পাইনা কোন দিশে!