পুঁটির দাদা ছুটে গেল
সকল মাছের বাড়ি,
নালিশ আছে সবার কাছে
সইতে তো না পারি।


শোলমাছের তাড়া খেয়ে
ধুকুর ধুকুর বুক,
শিকারীদের জন্য তারই
একটুও নেই সুখ।


জানে বেঁচে যেই গিয়েছে
কলমীলতার ফাঁকে,
হলদে বোড়া সাপ তখনি
ছোবল মারে নাকে।


অমনি ঘুরে তাও বেঁচেছে
নাল্টু মাছের ভীড়ে,
দুদিন ধরে করছে বসত
নদীর তীরে তীরে।


ঘাত-অপঘাত চলছে জীবন
মিটিং অবশেষে,
মানল নিয়ম ভাগ্যে ছিল
জলের পরিবেশে।