গাছের দেহ অলস ভেঙে
হয়ে আছে সোজা,
এই পৃথিবীর আলসেমিটাও
ভাঙলো এসে রোজা।


একটু সুখের জন্য সবই
হেথায়-হোথায় খোঁজা,
মিল-মিলনী ধনী-গরীব
এক করেছে রোজা।


রাজা-প্রজা এক কাতারে
কেমন আছে মিশে,
এইখানেতে সুখ পেয়েছি
দুঃখ আমার কিসে?


নতুন জামা-পোশাক-জুতো
পা'য় পরেছি মোজা,
ঈদের খুশি আতর সুবাস
শেষ হলে পাই রোজা।