সোনার মতো দুলছে বাঁয়ে
ডানে ও দোলে পাতা,
সবুজ বনের মধ্যে ওঠে
গাছের কচি মাথা।


নায়ের ঘাটে কলসী কাখে
পল্লী গাঁয়ের বধু,
কী আনন্দ! মৌমাছিদের
জমা ফুলের মধু।


খোলা আকাশ খোলা মাঠেই
খিলখিলানো হাসি,
রাখাল ছেলে উদাস করে
মনমাতানো বাঁশি।


নেচে নেচে পড়ে যেন
ঢেউটা নদী কূলে,
সুরভিত সুবাস আসে
নানান রঙ্গ ফুলে।


চোখের ধাধা পড়ে দেখেই
রুপসী এই দেশ,
সবুজ পাতা দোলায় মাথা
আঁচড় টানা কেশ।