অন্ধকারে চলতে পায়ে
লাগলো কিসে চাপ,
কুলোর মতো ঘুরিয়ে মাথা
ওরে বাপরে বাপ!

দৌড় দিয়েছি কুঁচের কালো
উঠিয়ে ফণা সাপ,
হাঁক দিয়েছি জান বাঁচাতে
দিলাম দুটি লাফ।

লাঠি,দড়ি খেলনা পথের
পথ পেঁচিয়ে রাখে,
বিষ লাগানো দাঁত গুলোতে
কেমন করে থাকে।