আমাদের ভাল ছেলে
গুণে নেই তুল,
ভোরবেলা দাত মাজে
গুজে কালো গুল।


জিব দিয়ে শিষ দেয়,
ঠোঁটে দেয় বাশি,
পোঁড়া কালো দাঁতে দেয়
খিলখিল হাসি।


ক্ষুধা পেলে পানি খায়
কাঁত করে কলসি,
জগ মগ ধারে নাকো
হাঁচা কথা বলছি।


আমাদের এই ছেলে
গায়ে খুব শক্তি,
দশ গ্রাম জানে তার
গুণগান ভক্তি।


বড় বড় চোখ তার
হাটু ভরা বুদ্ধি,
চিনে রাখে যারা তার
হাতে পরিশুদ্ধি।


তার দেখে শিশু ছোটে
ভয়ে ভম-ভম্বা,
দাঁড়ি মোঁচ ছাড়া সে তো
সাতফুট লম্বা।