আম্মু আমার সবজি রাধে
রান্নাঘরে বসে,
বারো ঘরের নামতা আমি
বের করেছি কষে।


যোগ করেছি একলা গুনে
আম্মু বসা ছিলো,
একটু পরে পরে আমার
পড়া পাল্টে দিলো।


বাংলা পড়া পড়তে আমার
আরো লাগে বেশ,
এবিসিডি'র বানান গুলো
পড়া হলো শেষ।


আরো ভালো লাগে আমার
আম্মু কোথাও গেলে,
পড়ায় তখন মন বসেনা
খেলাধুলা ফেলে।


বিকাল হলে খেলি আমি
সকালবেলা পড়ি,
স্কুলে যাই প্রতিদিনই
দেখতে পারি ঘড়ি।