বাঁধ মানেনা কেমন খুশি
জাগিয়ে তোলে প্রাণ,
পাখির সুরে চেতন ফেরে
স্বাধীনতার গান।


মুখের ভাষা বলছি হেসে
নাচি তাধিন তাধিন,
হারিয়ে যেতে নেই মানারে
স্বাধীন দেশে স্বাধীন।


বুক ফুলিয়ে চলছি পথে
কেউ করেনা মানা,
পেখম মেলে উড়ছি মেঘে
হাত হয়েছে ডানা।


বোনের চোখে তৃপ্তি আছে
আর করেনা ভয়,
মায়ের মুখে স্বাধীন ভাষা
মনের কথা কয়।


দেশটি এলো অনেক লালে
যাদের প্রতিদানে,
সালাম স্মরি প্রণাম করি
স্বাধীনতার গানে।