দুটি দুইয়ে যোগ করেছি
চশমাওয়ালা চার,
একলা এমন পারি আমি
ধারি নাকো ধার।

অংকে আছে মজার খেলা
বর্ণের পরিচয়,
ড'য়ের মতো ছয় রয়েছে
কাঠবিড়ালী নয়।

দুটি দুইয়ে বাইশ হবে
বকের দুটি ঠ্যাং,
ঙ'য়ের যাদু লিখতে মজা
কুয়োর কোলাব্যাঙ।