উত্তরে বায়ু আসে
হিম হিম সব,
কনকনে শীতে গায়
ওঠে কলরব।

ঠকঠকে শীত বুড়ি
করে নড়বড়,
তছনছ করে ফেলে
বরফের ঝড়।

খুসখুসে গলা কাশে
নেই হিতাহিত,
কাঁপে প্রেত-দেও-দানো
পেয়ে এই শীত।