মাগো তোমার কথা আমি
কেমন করে ভুলি,
মন যে টানে খেতে তোমার-
হাতের পিঠাপুলি।

রসের পিঠা চম চমাচম
খাই যে সবাই বসে
গপ গপাগপ গিলতে পিঠা
ঠোঁট ভিজে যায় রসে।

মাগো তোমার হাতের পরশ
পেয়ে পিঠা হাসে,
মন বলে তাই শীতটা যেন
বারে বারে আসে।

দাদুর কাছে কেচ্ছা শুনি
জোসনা ভরা চাঁদে,
গল্পে আসর জমেই ওঠে
নানান পিঠার স্বাদে।

পিঠার হরেক ছন্দ আমার
পিছন ফিরে ডাকে,
অপূর্ব সেই ভাঁপা-চিতই
গন্ধ ছড়ায় নাকে।