এত বলি খুব ভোরে
ঘুম থেকে ওঠো,
ডেকে যায় মুয়াজ্জিনে
মকতবে ছোটো।


বলি এসো খাতা নিয়ে
ফুল-পাখি আঁকো,
ভোরেরবায়ু ভাল খুবই
ক্ষতি হয় নাকো।


মাখো বুঝি সারা রাত
জোসনারই আলো,
ভোর এলেই দুচোখে তাই
আলসেমী ঢালো?


ডাকি যেই আড়মুড়ে
কাঁত হয়ে চাও,
চোখ বুজে দাও নাতো
কোন পাত্তাও!


কথা শোনো খোকা তুমি
বড় হতে হলে,
করা চাই পড়ালেখাই
লোকেতো তাই বলে।


হাতে মুখে পানি দাও
রবি যায় উঠে,
পড়া করো ঝরঝরে
খই হয়ে ফুটে।


মাতা-পিতা গুরুজন
বলে যা তা শোনো,
হবেই বড় নিশ্চয়
মিছেতো নয় কোনো।