ঘাসডগা রোদ পেয়ে
করে ঝিকমিক,
গাছে-গাছে পাতাগুলো
ভেজা চিকচিক।


এলোকেশী জালিপাতা
ফোঁটা-ফোঁটা জল,
রূপাদানা গোল-গোল
করে টলমল।


সকালের হিমবায়ু
বয় অস্থির,
ভোরজল পায়ে লেগে
করে শিরশির।


কড়ারোদে চলে যায়
শিশিরের ধূপ,
এই স্মৃতি ক্ষণকাল
শরতের রূপ।