তাল তমালের হিজল বনে
পড়ল সাড়া ওই,
বন বীথিকায় টানছে ওরে
কেমন করে সই!


মন ভুবনে পেখম মেলে
ভাল লাগার খেল,
শরত এলো পরশ পেলো
বিঁধেই দিলো শেল।


উপুড় হয়ে পড়ছে আহা
আকাশ যেন দূরে,
মিল রয়েছে মেঘের সাথে
কাঁশের ফুলে ফুলে।


বাতাস বহে শাপলা বিলে
জুড়ায় যেন মন,
শরীরটাতে ঢেউ খেলে যায়
সুখের শিহরণ।


শরত আসে ঝলক নিয়ে
মাথায় দিয়ে টিপ,
আনমনে যায় হারিয়ে এ মন
বুক করে ঢিপঢিপ।