শুকনো পাতা বিবর্ণ খুব
বয়স অতি বেশী,
যৌবনে তার রূপটি ছিলো
সদ্য সতেজ কেশী।


এখন বুড়ো পায়ের তলে
নিত্য সবাই পেষে,
রাধুনী তার চুলোর খাঁদে
পোঁড়ায় পরিশেষে।


সবুজ পাতা রসের মাতা
পথ্য পথের দিশা,
রোগের কোন বদ্ধ দুয়ার
কাটায় অমানিশা।


কাঁচা সতেজ সজীব পাতা
গাছের খোলে রূপ,
বিবর্ণ সব পূরনো পাতা
তলায় চুপেচুপ।


ভীতর আছে পূরনো পাতার
একটু মধ্য চর্মরে,
চুলোর মজা আগুন দহন
শুকনো পাতা মর্মরে।


এমন অনেক মানুষ বলে
পূরনো মানে শেষ,
মলিন বুড়ো চলেই গেলে
বাঁচবে পরিবেশ।


পূরনো বলে তুচ্ছ ভাবে
এমন মানুষ কতো,
বয়স ভারে ছুড়েই ফেলে
শুকনো পাতার মতো।