শীতে যখন কাঁপছে ধীরে
ধীরে সবার উরু,
বাদল ধারা ঢালিয়ে দিলো
করবো কি যে গুরু!


ঠকঠকাঠক মাড়ির কাঁপন
লেপের তলে শুয়ে,
আটটি করে গুণছি পুষি
চার চারটি দুয়ে।


কাঁদায় ওঠে ছিঁচকে মাটি
থেঁতলে মাখা পথে,
তারচে ঘরে থাকাই ভালো
বলছি আমার মতে।