কেটে গেল ছোট ছোট
স্মৃতিময় দিন,
মনে হলে বুকে করে
আহ! চিনচিন!

খেলাধুলা কানামাছি
খেলে কাটাতাম,
চুরি করে তাড়া খেয়ে
কত পালাতাম।

দেরী করে ইশকুলে
খেয়েছি যা মার,
সেই স্মৃতিখানা আমি
বলি তা যে কার!

পিছলানো পথে পড়ে
কাদামাখা মুখ,
হেসে গড়াগড়ি খেয়ে
কেউ পেত সুখ!

ফুরালো যে দিন আমার
হই হই রব,
ফিরে দেখে হাসি পায়
স্মৃতি শৈশব।