চারিদিকে বইছে হাওয়া
হলুদ জামার সুতো
পা দুটিতে গেঁথে আছে
কাদায় মোড়া জুতো।

জুতো জুড়ে কাদার ঘ্রাণ
উঠছে জেগে নতুন প্রাণ।

ঘাসফুলেরা পা ধুয়ে দেয়
আলতো শিশিরজলে,
জমির ধানে খুশির জোয়ার
চাষের ক্ষেতের তলে।

ধান ফুটে বের হলো হাসি
চাষীর ঠোঁটে চিকন বাশি।

তৃপ্তি ঢেঁকুর ফসল তুলে
চাষীর মুখে ফোটে,
নতুন ধানের উৎসবে বেশ
সবাই মেতে ওঠে।