হতে চাওয়া দোষকি বলো
সকাল বেলার পাখি,
খুব সকালে ডেকে সবার
খুলেই দিতাম আখি।


আযান দিয়ে মসজিদের ঐ
ইমাম সাহেব ডাকে,
আমি যেতাম স্বর বাড়াতে
মিনার চুড়োর ফাঁকে।


আঁধার চিরে মিলিয়ে ডানা
হতাম ভোরের পাখি,
রোজ নিয়মে দিতাম সাড়া
দিতাম নাকো ফাঁকি।


মক্তবে যাও দিতাম ডেকে
মোরগ ডাকার আগে,
শিশুর পড়া আলিফ বা তা
শুনতে মধুর লাগে!


হতে চাওয়া দোষকি বলো
এমন ভোরের পাখি,
ফুলের রেণু ছড়িয়ে পথে
করতাম মাখামাখি।