বিড়াল রাজের বিশাল বাড়ি
ব্যাঙ হলো তার চামচা,
সকাল বেলায় তরকারী খায়
বিকালই রোজ নামচা।


বিলাসবহুল প্রভাত আসে
ব্যাঙের ডাকের কান্নাতে,
এই আনন্দে বিড়াল নাচে
যেনো সে আজ জান্নাতে।


একদিন এলো ভীষণ জোরে
কালবোশেখীর ঝড়,
তাসের মতোই উড়েই গেলো
এমন সুখের ঘর!