আকাশ হাসে সাদা মেঘে
আলতো ছোয়া মনে,
পাখির হাসি কিচিরমিচির
ফুল ফুটানো বনে।


সতেজ হাওয়া গভীর মনে
মিষ্টি হাসি ঠোট,
এই খুশিতে টগর বেলী
সুগন্ধে দেয় ভোট।


লাল ঠোটেরই লাজের হাসি
কৃষ্ণচুড়া ডালে,
কদম হাসির পূর্ণতা পায়
পাতার অন্তরালে।


ঝিঁঝির হাসি গভীর রাতে
বৃষ্টি যখন হলে,
টেংরা পুঁটির হাসির খোরাক
আষাঢ় ধারার জলে।


মায়ের হাসি শিশুর মাঝে
খিলখিলানো খুশি,
লেজ উচিয়ে জানায় হাসি
পোষ মানানো পুষি।


আমি হাসি কষ্ট ঢেঁকে
পাঁজর ভাঙা বুকে,
তাতেও বেশ শান্তি লাগে
হাসি মাখা মুখে।


মন কাঁড়ে ঐ প্রিয় হাসি
যেটাই ভালবাসি,
হাসির জন্য আমরা সবাই
সুখ দরিয়ায় ভাসি।


হাসির মাঝে লুকিয়ে আছে
গোপন যত কথা,
কষ্টগুলো দাঁপিয়ে রাখে
নিঃস্ব নিরবতা।


কষ্টের মাঝে হাসিটা হোক
সুখের হাতিয়ার,
এমনি করেই যাক না বয়ে
ছোট্ট জীবন পার।


সব কিছুতে এসো খুজি
গোপন হাসির রেখা,
রঙিন ভুবন রাঙায় এসো
পাই যদি সুখ দেখা।