চাও যাই দেবো তাই
বলো দেখি উত্তর,
টাকা এক মৃগ তিন
কোন এই সুত্তর।

পারি আমি দিতে এটা
বলে দেবো এখনি!
আমি কতো জ্ঞান রাখি
আজো তুমি দেখনি?

এক টাকা নোটে আছে
হরিণের ছবিটি,
দাও দাও চাই যাই
পেড়ে দাও রবিটি।

আহা! আহা! দেবো দেবো
এতো কেন চাইচাই,
দুটি হাতে তালি দাও
এই হলো তাইতাই।