রসে রসে ভরপুর
শুকনোটা ফেল যে,
তেলতেলে ঘরদোর
সবখানে তেল যে!


তেল রোদে তেল গায়ে
তেল মেখে ত্যাতলা,
বৃষ্টিতে তেল উঠোন
পড়ে যায় ছ্যাঁতলা।


তেল গোশে তেল চুলে
তেল বেল সাইকেল,
তেল পিষে বের করে
কাঠফাঁটা নারকেল।


তেল রাখে চকচকে
তেল ফোটায় রঙটা,
তেল গাড়ি বড় চাকায়
তুলে ফেলে জংটা।


তেল খাই তেল চাই
তেল খুব দরকার,
তেলে আছে বহুগুণ
সব কাজ করবার।