ভাঙে তীর ক্ষয় লয়ে
ঢেউ করে চুরমার,
পর পারে জুড়ে দেয়
হয়ে ওঠে ক্ষুরধার।


এইপারে সুখে আছি
কত যেন কাছাকাছি
পারাপার নাই,
ধুধু বালি চিকচিক
মায়া টানে ঠিকঠিক
ছোট এ পাড়ায়।


মিটিমিটি জ্বলে বাতি
ধরে মাছ সারা রাতি
চলে পরিবার,
প্রাণ করে ধুক ধুক
ভাঙে কূল ভাঙে বুক
এই দরিয়ার।


ক্ষণকাল বাস করি
আধা ধ্বস তীরে,
কোন ঢেউ কেড়ে নিবে
প্রাণবায়ু টিরে!