মনটা ভরা বিষন্নতা সৃষ্টি করে কেউ,
সে যে আমার স্বপ্নময়ী এক রিদমের ঢেউ।
জাগনা করে এ অন্তরে ভালবাসার রং,
তেপান্তরে লুকিয়ে হাসে তদন্তময় ঢং।


তার গভীরে যায়নি ঢোকা হরিণটানা চোখে,
সাগর ভরা অশ্রু এল না পাওয়ারই শোকে।
ভাবনা জুড়ে তার ছবিটা হৃদয় পটে আঁকা,
যতই দেখি অন্য ছবি মেলেনা তার শাখা।
মুখটা ঝরা কারুকাজে ফুলকলিদের মায়া,
হাসিতে তার মুক্তো ঝরা ফেলে প্রেমো ছায়া।
কথায় যেন আছে যাদু পাখির বোলের মত,
হার মেনে যায় আছে যেসব ফুলপরীরা যত।


পাগল করে লুকিয়ে সে হাসে গাছের আড়ে,
হাসিটা কি আমার তরে মন যেন চায় তারে।
তার আশাতে বুকবেঁধে রই দুহাত খুলে পথে,
ভালবাসায় রাঙিয়ে দেব মিললে মনের মতে।