বাজে বোমার ধ্বংস লীলায়
বারবার আরাকান,
খুন হয়েছে বিবেক বোধের
লাশ ছিড়ে গায় গান।


মাথার বলে করছে পূরণ
রক্ত খালে পথ বিচ্ছুরণ
কবর কোথায় তার!
বইছে নদী গগন কাঁপায়
শেষ মিনতি মরণটা হায়
এক নিমিষেই ছাড়।


কার দাবানল উঠছে বেজে
রাক্ষসী মুখ বেজায় সেজে
খাচ্ছে নর-রক্ত,
কোন পিশাচে দলছে পায়ে
সব আচানক পড়ছে দায়ে
হচ্ছে আরো ভক্ত।


সাগর নদী লাল হলরে
রক্ত লাগে নায়,
ভাসছে শখের মানবতা
নায়ের কিনারায়।