শীতের ভোরে কাঁপে আমার
শক্ত হাড় ও পেশী,
বলছে সবাই এবার নাকি
শীত পড়েছে বেশী!

বুড়োবুড়ি-যুবক-শিশুর
ফাটল ধরে গালে,
বুকের কাঁপন যায়না ঢাকা
এতোটুকুন শালে।

ভাবছে মনে বুড়ো জগাই
এটাই বুঝি থ্রেট!
তাপটা এলো সবার নীচে
জিরো সেন্টিগ্রেট।

ধকল কত এলোগেলোই
শীতের বাহাদুরি,
শীতেতে রে জগাই দাদুর
কাঁথাই হলো চুরি।