অকস্মাৎই দীর্ঘশ্বাস,
বিরহের নীলাচল
চোখে চোখ রেখে
নিষিক্ত রজনীর
বিরান বক্ষে ক্ষণিকের
দুরন্ত হাওয়ার কান্নায়
ভাষা বিলাপী অবিরত!
স্মৃতিগুলো হৃদয় জুড়ে
আলো-আধাঁরির মায়া
স্বপ্নগুলো ধুসর হয়ে
হিমায়ীত মন ক্ষয়ে
নীরবে রক্তাক্ত
বিষন্ন সময়ের শেষ বিন্দুটি  
নির্ঘুম মধ্যরাতে ক্ষয়মুখী
বিষাদ নিঃশ্বাসে
অপার্থিব বেদনা
বিন্যস্ত হতে থাকে চেতনায়
শ্বাশ্বত স্বত্তা প্রজন্ম থেকে উত্তরে
খাপছাড়া বোধের অভাবে
নতজানু হয়, সকালে,
বিকেলে এবং সন্ধ্যায়
সব দুঃখকে মেপে সতর্ক দৃষ্টিতে
একটি ন্যাংটো গাছের মৃতপ্রায় ছায়া
আগলে আছে হাড্ডিসার হাতে  
যার নিজস্ব কোনো প্রবাহ নেই
একটা ক্লান্ত সময়!
মৃতদের অন্ধকূপে
আকাশ ছুঁয়ে যায় আকাশ
আজ আর কোন কবিতা নয়!
-স্বপ্নময় স্বপন©