যেখানে অনন্ত অন্ধকারের
দুর্দান্ত সীমান্ত প্রাচীর
সেইখানে
ভালোবাসা নির্বাসনে গেছে!


ঝুলে আছে
মধ্যরাতের কবন্ধ কাঙাল
নাগরিক ল্যাম্পপোস্টে
হেঁটে যাচ্ছে  
রাত্রি ও রমণী জলের ওপর
নির্বাক রহস্যের মঞ্চায়নে!


রাতের স্বচ্ছ ঝালরের ঝলকানিতে
আদিম আঙ্গিকে ছটফট করে
পর্দার অল্প বয়স!
নিঃশব্দ ছুঁয়ে যায় বিনম্র বহির্সীমানা
নগ্ন প্রান্ত ওম-ভরা প্রশান্ত
ছোটো ছোটো আঁচড়, সোনালী রক্ত প্রবহে
কী দারুণ অস্তিত্বমান!


নৈঃশব্দের শীৎকার শেষে
রবরবা কণ্ঠস্বরের বলকানো রক্তের টংকার!
হাত ছুঁয়ে উষ্ণতার গভীরতম প্রবহে
ইতি টানে
ধীরে ধীরে, বেশ ধীরে, চুপে চুপে
পূবের জানালায়
আজন্ম ক্ষরিত হৃদয়!


নিজস্ব নিবাসে চন্দ্রমগ্নরাত!
ধ্রুপদী  অঙ্গীকার স্বরূপ অন্বেষণে
জায়গা বদলায় প্রতিটি বর্ষায়
শরতের অখণ্ড বিকেল
রূপসীর ওড়নার পাড়
খুলতে থাকে সূর্যালোকের তীব্রতায়
নিঃশব্দ সঙ্গীতময়
একই শহরে একই আকাশে
মধ্যবিত্ত সুখ পেরিয়ে যায়
প্রতিদিন অলস দুপুর
অন্ধকারে শুয়ে
যৌবনের মদ, রাত্রি ও রমণী
ভেসে চলে উচ্চতায় উচ্চতায়


দেউলিয়া নক্ষত্রেরা নির্বাক
যতির পাল্টা-স্রোতে
উদোম পৃথিবী স্বচ্ছ বসনের নিচে
কর্বুর হয়ে মাংসে কিংবা
মাংসের আলোয় অপেক্ষমান
ভুল ওষ্ঠে ভুল মানুষে
আঁধারের নিজস্ব নির্মাণ!
- স্বপ্নময় স্বপন©