আমাদের কন্যারা জলজ নয়!
চৌচির ফসলে ইচ্ছার আগুন পোষে
অবিকল অলাত তৃষ্ণায়
ক্লান্ত চাঁদ ডুবে গেলে
স্বপ্ন দিয়ে তারা ঘুম সাজায়
এমন অদ্ভুত সময়!
হলুদ স্বপ্নে যদি কখনও
ঢেকে যায় ঘাস!
বৃষ্টির নোনা-জল নতুন করে
চিনে নেয় নিজের ঘ্রাণ!
জলের প্লাবন আর আঁধারের অত্যাচারে
সবুজের স্রোতে প্রাণের আকাঙ্ক্ষায়
আমি ও কন্যারা ডুকরে উঠি
একসাথে গর্ভ-গভীরে!
-স্বপ্নময় স্বপন©